Switch to English
সেফরিস্ট রিস্ট প্যাড কব্জি-বান্ধব একটি প্যাড যা কিবোর্ড এবং মাউজ ব্যবহারকে সহজতর করে এবং কব্জিকে রক্ষা করে। যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করেন তাদের কব্জির নিরাপত্তার কথা ভেবেই সেফরিস্ট রিস্ট প্যাড তৈরি করা হয়েছে।

সেফরিস্ট রিস্ট প্যাডের গুণাবলী
- প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কিবোর্ড বা মাউজ ব্যবহার করার কারণে কম্পিউটার ব্যবহারকারীদের (যারা লেখালেখি করেন, কোডিং করেন, গ্রাফিক ডিজাইনের কাজ করেন, গেমস খেলেন…) মধ্যে আরএসআই (রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি), সিটিএস (কারপাল টানেল সিনড্রম)*, এবং অন্যান্য কব্জি সংক্রান্ত সমস্যাগুলি দেখা দেয়। সেফরিস্ট রিস্ট প্যাডটি উক্ত সমস্যাগুলো থেকে কম্পিউটার ব্যবহারকারীদের নিরাপদ রাখে।
- সেফরিস্ট রিস্ট প্যাডটি এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়েছে এবং বিভিন্ন আকার, আয়তন, ও উপাদানের পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে, অবশেষে এর পরিপূর্ণতা ও কার্যকারিতার প্রমাণ পাওয়ার পরই কেবল এর বাজারজাত করা হয়েছে।
- এটা দীর্ঘস্থায়ী এবং ধোয়া যায়।
- এটাতে বাংলাদেশের অন্যতম ফোম প্রস্তুতকারক অ্যাপেক্স ফোম-এর ফোম ব্যবহার করা হয়েছে।
- রপ্তানী গুণমান সমৃদ্ধ ঘর্ষণমুক্ত কাপড় দিয়ে এর কভার তৈরি করা হয়েছে, ফলে এটা দেখতেই কেবল সুন্দর তাই নয় বরং এর স্পর্শটাও মসৃণ।
- এই রিস্ট প্যাডটি ব্যবহার করায় আপনি খুব সহজেই (মাত্র ৩০ মিনিটের মধ্যেই) অভ্যস্ত হয়ে উঠতে পারবেন।
- ছোটরা যারা শেখার জন্য বা গেম খেলার জন্য কম্পিউটার ব্যবহার করে তাদের জন্য এই রিস্ট প্যাডটি অত্যন্ত দরকারী।
- চারটি রঙ থেকে বেছে নিতে পারবেন।
- মাউজের জন্য আলাদা করে কোন প্যাড প্রয়োজন হবে না।

কব্জির সমস্যা
কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে কব্জির সমস্যাগুলো হয় মূলত প্রতিদিন অনেকসময় ধরে কম্পিউটার এবং মাউজ ব্যবহারের কারণে। এবং এই সমস্যাগুলো এখন আর অজানা নয়। এর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি (আরএসআই)। আরও একটি সমস্যা হলো কারপাল টানেল সিনড্রম (যদিও এটি এখনও প্রমাণিত নয়, বিশেষত গবেষণালব্ধ যথেষ্ট তথ্যের অভাবে)। উক্ত দুটি সমস্যাই গুরুতর এবং এগুলোর উৎপত্তি হয় মূলত ভুলভাবে কিবোর্ড এবং মাউজ ব্যবহারের কারণে।
শক্ত কাঠ, পারটেক্স বোর্ড, প্লাইউড, বা প্লাস্টিকের তৈরি ডেস্কের উপর কব্জি রেখে কিবোর্ড বা মাউজ ব্যবহার করার কারণে আরও একটি সমস্যা হয়: কব্জির দুইপাশ লাল হয়ে ওঠে, এবং ক্রমাগত কাজ করার দরুণ ব্যথা এবং অবশতার সৃষ্টি হয়।
এইসব সমস্যা সমাধানের জন্য উন্নত বিশ্বে নানান ধরনের কিবোর্ড, মাউজ, রিস্ট প্যাড ব্যবহার করা হয়, যেমন এরগোনোমিক কিবোর্ড, ভার্টিকাল মাউজ, জেল রিস্ট প্যাড ইত্যাদি। কিন্তু এগুলো সত্যিই উপকারী কিনা সেটা নিয়ে ডাক্তারদের মধ্যে নানান রকম মতোবিরোধ রয়েছে। তবে একটি বিষয়ে সবাই একমত যে কিবোর্ড ও মাউজ ব্যবহারের সঠিক নির্দেশনা ব্যবহার করে এই সমস্যাগুলো অনেকাংশেই দূর করা সম্ভব।

সঠিকভাবে কিবোর্ড ব্যবহারের নির্দেশিকা
১. কিবোর্ডে টাইপ করার সময় দুই হাতের কব্জিগুলোকে স্বাভাবিকভাবে রাখতে হবে যাতে কব্জি আপনার হাত ও শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকে।
২. কব্জি যেন কানি বা বুড়ো আঙ্গুলের দিকে বেঁকে না থাকে সেটা নিশ্চিত করুন।
৩. সাময়িক আরামের জন্য কব্জিকে নিজের দিকে ঝুলিয়ে টাইপ করবেন না।
৪. আপনার কম্পিউটার টেবিলের কিবোর্ড ট্রের সমুখের মাথাতে কোন উঁচু কাঠ/বোর্ড থাকলে সেটা সরিয়ে ফেলুন।
৫. এমন কম্পিউটার টেবিল কিনুন যেটা কম্পিউটার ব্যবহারের উপযোগী।

মাউজ ব্যবহার সম্পর্কে
অনেক সময় ধরে মাউজ ব্যবহারের কারণে আপনার কব্জির উপর প্রচুর চাপ পড়তে পারে, এমনকি কিবোর্ড ব্যবহারের থেকেও বেশি। যেমন অনলাইনে দাবা খেলা, তথ্য সংগ্রহ করা, ব্রাউজিং ইত্যাদি ক্ষেত্রে মাউসের উপর একটা হাত সবসময়ই রাখতে হয়। আর এতে করে কব্জিতে প্রচুর চাপ পড়ে। একারণে মাউজ ব্যবহারের সময় কব্জির নিরাপত্তার দিকে নজর দেয়া খুবই জরুরী।
মাউজ ব্যবহারের কারণে কব্জির উপর বেশি চাপ পড়ার অন্যতম কারণ হলো কিবোর্ডটাকে শরীরের সাথে সরাসরি সামনে রাখার কারণে মাউজটা একপাশে পড়ে যায়। ফলে হাত ও কব্জির অবস্থানটা অস্বাভাবিক হয়ে যায়, কব্জি বেঁকে যায়। এই সমস্যাটা সমাধান করতে সম্পূর্ণ-আকারের কিবোর্ড (নামপ্যাড সহ) ব্যবহার না করে ল্যাপটপ কিবোর্ড বা ছোট কিবোর্ড (যেটাতে নামপ্যাড নেই) ব্যবহার করতে পারেন। এতে করে মাউজ আর মিনি কিবোর্ড মিলে ততোটুকুই জায়গা লাগবে যতোটুকু সম্পূর্ণ আকারের কিবোর্ড নেয়।

- শরীরের খুব কাছাকাছি মাউজটিকে রাখুন যাতে করে মাউজটি ব্যবহার করতে হাত শরীরের খুব বেশী বাইরে নিতে না হয়।
- মাউজ ব্যবহারের সময় কব্জি যেন ডানে, বামে, নিচে, বা উপরের দিকে বেঁকে না থাকে।
- আপনার কম্পিউটার টেবিলের কিবোর্ড ট্রের সমুখের মাথাতে কোন উঁচু কাঠ/বোর্ড থাকলে সেটা সরিয়ে ফেলুন।
- এমন কম্পিউটার টেবিল কিনুন যেটা কম্পিউটার ব্যবহারের উপযোগী।
ল্যাপটপ ব্যবহার সম্পর্কে
ল্যাপটপ ডেস্কে রেখে যারা ল্যাপটপের কিবোর্ডে নিয়মিত কাজ করেন তাদের ক্ষেত্রে কব্জির সমস্যার ঝুঁকি মোটেও কম নয়। এক্ষেত্রে সবচে ভালো হয় যদি ল্যাপটপের সাথে একটি ইউএসবি মিনি কিবোর্ড এবং অপটিক্যাল মাউজ ব্যবহার করা হয়, এতে করে যে শুধু কব্জিটাই বাঁচবে তা নয়, বরং আপনার ল্যাপটপের বিল্ট-ইন কিবোর্ডটিও দীর্ঘস্থায়ী হবে। এবং সেক্ষেত্রে আপনি আমাদের সেফরিস্ট রিস্ট প্যাডটিও ব্যবহার করতে পারবেন।
কীবোর্ড ও মাউসের ব্যবহারের সময় কব্জির বেঠিক অবস্থান
নিম্নোক্ত ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে কীবোর্ড এবং মাউস ব্যবহারের সময় কব্জির অবস্থান ঠিক নেই; এরকম অস্বাভাবিকভাবে কব্জিকে রাখা হলে তা কব্জির জন্য ক্ষতিকর হতে পারে:





বৈশিষ্ট্যসমূহ
আকার: ২০ ইঞ্চি * ৪ ইঞ্চি * ১.৫ ইঞ্চি
উপকরণ: এ্যাপেক্স ফোম, রপ্তানীযোগ্য কাপড়।
ধোয়া যায়।
দীর্ঘস্থায়ী।
কিবোর্ড ও মাউজের ব্যবহারকে আরামদায়ক করে এবং কব্জির উপর চাপ পড়া থেকে রক্ষা করে।
অর্ডার করতে
কল করুন
০১৭২৭২০৫৪৫০ বা
০১৮৫৫৯০৩৫৯৪
বিকাশে ১৪০ টাকা (একটি সেফরিস্ট রিস্ট প্যাডের খুচরা মূল্য ১৪০ টাকা।) ডিপোজিট করুন।
ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা ৬০। ডেলিভারি এক দিনের মধ্যে সম্পন্ন করা হয়।